প্রয়াত রামকৃষ্ণ মঠের বাগীশানন্দজি মহারাজ

কলকাতা: প্রয়াত হলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রবীণতম দ্বায়িত্বাধিকারি স্বামী বাগীশানন্দজি মহারাজ। শুক্রবার সন্ধ্যা ৭.১০ টায় তিনি পরলোকে গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। এরপর তাঁকে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছিল। সেখানেই স্বামী বাগীশানন্দজি মহারাজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রবীণতম ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত কাশীপুর উদ্যানবাটিতে প্রয়াত বাগীশানন্দজি মহারাজের দেহ শায়িত থাকবে। মহারাজের পার্থিব শরীর তারপরে নিয়ে আসা হবে বেলুড় মঠে। সংস্কৃতি ভবনে তাঁর দেহ রাখা থাকবে। ভক্ত ও অনুরাগীবৃন্দ সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রয়াত মহারাজকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। এরপর রাত ৯.১৫ মিনিটে বেলুড় মঠেই তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে।

About The Author