হাতে মাত্র ৫ হাজার টাকা, নেই কোনও গাড়ি-গয়না, সম্পত্তির হিসেব দিলেন শুভেন্দু

কলকাতা: শুক্রবার মনোনয়ন পত্র জমা দিয়েছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার হলদিয়া মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী যাবতীয় সম্পত্তির হিসেবও ঘোষণা করেছেন তিনি। সেই হিসেব অনুযায়ী, শুভেন্দুর স্থাবর ও অস্থাবর সম্পত্তির মোট মূল্য ৯০ লক্ষ ৬ হাজার ১৪৯ টাকা ৩২ পয়সা। তাঁর হলফনামা অনুযায়ী, শুভেন্দুর নিজস্ব কোনও গাড়ি বা সোনাদানা নেই শুভেন্দুর। শুভেন্দু অধিকারীর হাতে রয়েছে মাত্র ৫ হাজার টাকা। মনোনয়ন পত্রে তিনি জানিয়েছেন, ২০১১ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেছেন তিনি। ২০১৯-২০২০ অর্থবর্ষে ১১ লক্ষ ১৫ হাজার ৭১৫ টাকা আয় করেছেন শুভেন্দু।

সম্পত্তির নিরিখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ঊর্দ্ধে রয়েছেন শুভেন্দু। রাজ্যের প্রাক্তনমন্ত্রী হিসেবে তাঁর হাতে এখন রয়েছে মাত্র ৫ হাজার টাকা। তাঁর কোনও গাড়ি বা গয়না নেই। মোট ১৫টি ব্যাঙ্কে তাঁর অ্যাকাউন্ট রয়েছে। নন্দীগ্রামের বেশ কিছু জায়গায় জমি রয়েছে শুভেন্দুর নামে। ২০১৬ সালে নগদ ছাড়াও ব্যাঙ্কে থাকা টাকা, শেয়ার, অন্যান্য বিনিয়োগ, গাড়ি ইত্যাদি সব মিলিয়ে শুভেন্দুর অস্থাবর সম্পত্তি পরিমাণ ছিল ১৮ লক্ষ, ৫২ হাজার ২৪২ টাকা ৩৫ পয়সা।

শুভেন্দুর মালিকানাধীন অস্থাবর সম্পত্তির পরিমাণ ৫৯ লক্ষ ৩১ হাজার ৬৪৭ টাকা ৩৫ পয়সা। সেই সময়ে স্থাবর সম্পত্তি ছিল ৪৪ লক্ষ ৮ হাজার ৫০০ টাকা। এখন শুভেন্দুর মালিকানাধীন স্থাবর সম্পত্তির পরিমাণ ৩০ লক্ষ ৭৪ হাজার ৬০২ টাকা। ৫ বছর আগে গত বিধানসভা নির্বাচনের মনোনয়নে জমা দেওয়া হিসেবে মোট সম্পত্তির পরিমাণ ছিল ৬২ লক্ষ ৬০ হাজার ৭৪২ টাকা ৩৫ পয়সা। অর্থাৎ তাঁর দেওয়া হিসেব অনুযায়ী, গত ৫ বছরে শুভেন্দুর সম্পত্তির পরিমাণ বেড়ে হয়েছে ২৭ লক্ষ ৪৫ হাজার ৪০৬ টাকা ৯৭ পয়সা।