রাজগঞ্জ: টাকার বিনিময়ে আরেকজনকে টিকিট দিয়েছে দল, দলের বিরুদ্ধে এমন অভিযোগ এনে রাজগঞ্জে নির্দল প্রার্থী হিসেবে গ্রাম পঞ্চায়েত আসনে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূলের বিদায়ী পঞ্চায়েত। এই নিয়ে ক্ষোভ প্রকাশ তৃণমূল নেতা এবং তাঁর সতীর্থদের।
রাজগঞ্জ ব্লকের বিন্নাগুরি গ্রাম পঞ্চায়েতে ৯ নং কলোনি এলাকায় ১০ বছর ধরে তৃনমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্য থাকলেও এবছর দলের তরফে প্রস্তাব পাননি বিদায়ী গ্রাম পঞ্চায়েত সদস্য সুজন দাস। তাঁর অভিযোগ, দল টাকার বিনিময়ে অন্য একজনকে প্রার্থী করেছে। তাই তিনি বৃহস্পতিবার গ্রাম পঞ্চায়েত আসনে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এই নিয়ে শুক্রবার ক্ষোভ প্রকাশ করেন বিদায়ী গ্রাম পঞ্চায়েত সদস্য সুজন দাস। তিনি বলেন, হয়ত টাকার বিনিময়ে টিকিট দেওয়া হয়েছে। যা নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও এই ব্যাপারে ব্লক নেতৃত্ব কোনও প্রতিক্রিয়া জাহির করেনি।