কোচবিহারে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী মেখলিগঞ্জের ফুলকাডাবরিতে বিএসএফের গুলিতে মৃত্যু হল এক যুবকের। বিএসএফের দাবি, গরু পাচারের সঙ্গে যুক্ত ছিল ওই যুবক। এদিকে, নিহতের পরিবারের দাবি, তিনি চোরাচালানের সঙ্গে যুক্ত নন, ভিনরাজ্যে কাজ করতে গিয়েছিলেন। ভোটের জন্যই বাড়ি ফিরেছিলেন। যুবককে মেরে পাশে গরু রেখে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ গুলির আওয়াজ শুনতে পান এলাকাবাসী। পরে খোঁজখবর করে জানা যায়, বিএসএফের গুলিতে মৃত্যু হয়েছে এক যুবকের। মৃতের নাম গৌতম বর্মণ (২৮)। শুক্রবার সকালে ভারত-বাংলাদেশের খোলা সীমান্ত থেকে গৌতমের দেহ উদ্ধার করা হয়।
গৌতমের ভাই শ্যামল রায়ের অভিযোগ, ‘ও ভিনরাজ্যে কাজ করে। ভোট দেওয়ার জন্য সাত দিন আগেই বাড়ি ফিরেছিল। বৃহস্পতিবার রাতে মাসির বাড়িতে ঘুরতে গিয়েছিল গৌতম।’ শ্যামলের দাবি, তাঁর ভাইকে মেরে ফেলার পর সীমান্ত এলাকায় নিয়ে গিয়ে পাশে গরু রেখে দেওয়া হয়। এই ঘটনায় বিএসএফের পক্ষ থেকে পুলিশের কাছে একটি অভিযোগ জানানো হয়েছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।