জলপাইগুড়িতে দম্পতির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তৃণমূল কংগ্রেসের জেলা যুব সভাপতি সৈকত চ্যাটার্জির জামিন নাকচ করে দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
জামিন নাকচ হতেই তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি যুব সভাপতি সৈকত চ্যাটার্জিকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করল পুলিশ। শুক্রবার রাতে তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি যুব সভাপতি সৈকত চ্যাটার্জিকে গ্রেফতারের জন্য সৈকত চ্যাটার্জির বাড়িসহ হোটেলে অভিযান চালায় কোতোয়ালি থানার পুলিশ।
কিন্তু অভিযান শেষ হলেও এখনো পর্যন্ত পুলিশের হাতে আসেননি সৈকত চ্যাটার্জী। খালি হাতে ফিরতে হল পুলিশকে।
শুক্রবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিটের ডিভিশন বেঞ্চ সৈকত চট্টোপাধ্যায়ের আগাম জামিনের আবেদন খারিজ করে। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ অভিযুক্তরা প্রভাবশালী, তদন্ত প্রভাবিত করার আশঙ্কা রয়েছে। সৈকত এর পাশাপাশি মনোময় সরকারের আগাম জামিনের আবেদনও খারিজ হয়েছে।
সৈকত চট্টোপাধ্যায়ের আইনজীবী সন্দীপ দত্ত জানিয়েছেন,তারা এই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে যাবেন। অন্যদিকে, বিরোধীপক্ষের আইনজীবী আশিষ রায় জানিয়েছেন, পুলিশ কি পদক্ষেপ করে তা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।