২৪০ দিনের মধ্যে ১.৮৫ কোটি টাকায় সেতু তৈরির লক্ষ্যমাত্রা: বিধায়ক

রাজগঞ্জের সন্ন্যাসীকাটা অঞ্চলে ডাহুক নদীর ওপর ১ কোটি ৮৫ লক্ষ টাকা ব্যয়ে লোহার কম্পোজিট সেতু তৈরি করা হবে। শুক্রবার এই সেতুর কাজের শিলান্যাস করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।

রাজগঞ্জের সন্ন্যাসীকাটা অঞ্চলের সীমান্ত ঘেষা নবগ্রাম ও চেকরমারি এলাকার মাঝে ডাহুক নদীর ওপর সংযোগকারী সেতুটি তৈরির ফলে দীর্ঘদিনের যাতায়াতের সমস্যা মিটবে। আগামী ২৪০ দিনের মধ্যে কাজ পূরণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পুর দপ্তরের উদ্যোগে লোহার কম্পোজিট ব্রিজ এবং অ্যাপ্রোচ রোড তৈরি করা হবে।

পাশাপাশি এদিন সন্ন্যাসীকাটা হাই স্কুলের ২৮৭ জন ছাত্রছাত্রীকে সবুজ সাথী প্রকল্পের অধীনে সাইকেল বিলি করেন বিধায়ক।