প্রবল বৃষ্টির জেরে ঘর ভেঙে গুরুতর আহত হলেন ৮০ বছরের বয়সী বৃদ্ধা। রাজগঞ্জের সুখানি অঞ্চলে বনিজোত এলাকার ঘটনা। দু’দিন ধরে লাগাতার বৃষ্টির জেরে ওই বৃদ্ধার ঘর ভেঙে পড়ে। বৃদ্ধার পা ভেঙ্গে গিয়েছে বলে খবর। ঘটনার পর তাকে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃদ্ধার নাম সপিরন বেওয়া। তাঁর স্বামী মৃত আমিরদ্দিন।
ঘটনার খবর পেয়ে এগিয়ে আসেন স্থানীয় পঞ্চায়েত সদস্য শেখ ওমর ফারুক। তিনি বলেন, পরিবারের লোকেদের দিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে বৃদ্ধাকে। প্রথমে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল এবং পরে সেখান থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। পঞ্চায়েতের তরফ থেকে ওই বৃদ্ধাকে সহযোগিতা করার পাশাপাশি ব্লক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে বৃদ্ধার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। গীতাঞ্জলী প্রকল্পের আওতায় ব্লকের তরফে ঘরের ব্যবস্থাও করা হবে বলে জানালেন তিনি। তবে, বৃদ্ধার শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।