কলকাতা: ‘মৃগয়া’র মাধ্যমে অভিনয় জগতে এন্ট্রি। যাত্রা শুরু করেছিলেন ১৯৭৬ সালে। ৪৮ বছরের অভিনয় যাত্রার স্বীকৃতি হিসেবে দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।
সোমবার সকালে খবরটি ঘোষণা করলেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ৮ অক্টোবর ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারে পুরস্কৃত করা হবে নায়ককে।
খবর ঘোষণার পর অভিনেতা মিঠুন চক্রবর্তী জানালেন, আমি খুব আপ্লুত। হাসব না কাঁদব, বুঝেই উঠতে পারছি না। এই খবরে আপ্লুত টলিউডের অভিনেতারা। শুভেচ্ছা ভেসে আসছে মুম্বই থেকেও।
১৯৭৬ সাল থেকে তাঁর অভিনয় যাত্রার শুরু। নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে তিনি। উত্তর কলকাতার গলি থেকে মুম্বইয়ের রাজপথ তাঁর অভিনয় যাত্রা যেন অনেকটা ছবির গল্পের মতই।
মৃণাল সেনের ‘মৃগয়া’ ছবির মাধ্যমে অভিনয়ের হাতেখড়ি তাঁর। আর প্রথম ছবিতেই দর্শকদের মন জয় করে নেন মিঠুন। প্রথম ছবিতেই তাঁর ঝুলিতে আসে সেরা অভিনেতার পুরস্কার। জাতীয় পুরস্কারে পুরস্কৃত করা হয় তাঁকে। ৮ অক্টোবর ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারে পুরস্কৃত করা হবে নায়ককে।