রাজগঞ্জের সিপিআইএম প্রার্থী রতন রায়

জলপাইগুড়ি: প্রার্থী ঘোষণা করল বাম-কংগ্রেস-আইএসএফ জোট সংযুক্ত মোর্চা। জলপাইগুড়ির রাজগঞ্জে সিপিআইএম প্রার্থী হলেন রতন রায়। রাজগঞ্জের সুখানি অঞ্চলের জামুরিভিটা এলাকায় বাসিন্দা রতন রায় সিপিএমের MLA প্রার্থী হিসেবে নতুন মুখ। তাকে প্রার্থী করায় যথেষ্ট খুশি এলাকার বাম সংগঠনের সদস্যরা।

রতনবাবু জানান, মূলত শিক্ষা কৃষি এবং কর্মসংস্থান নিয়েই তাদের লড়াই। রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে ৯০% মানুষ বামেদের উপর ভরসা রাখবে বলে তিনি আশাবাদী। রাজগঞ্জের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে তিনি তৃণমূলকে নজর রেখেছেন। যদিও খগেশ্বর রায় বনাম কৃষ্ণ দাসের লড়াইকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ তিনি। তার মতে বিরোধীরা নিজেরাই নিজেদের দোষ তুলে ধরছেন।

এদিকে, নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাম প্রার্থী মীনাক্ষি মুখোপাধ্যায়। এদিন কলকাতায় ঘোষণা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

About The Author