রায়গঞ্জ: নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ল বাস। মৃত্যু হল ৬ পরিযায়ী শ্রমিকের। বুধবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার রূপাহারে ৩৪ নম্বর জাতীয় সড়কে। তিন জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বাসটি ঝাড়খণ্ড থেকে লখনউ যাচ্ছিল। বিভিন্ন জায়গা থেকে ৫০ জনেরও বেশি পরিযায়ী শ্রমিকরা যাচ্ছিলেন ওই বাসে। রাত সাড়ে ১১টা নাগাদ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায়। স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়ক চার লেনের করার কাজ দীর্ঘ সময় ধরে কাজ চলছে। দুর্ঘটনাস্থলের কাছে চার লেন দুই লেনে পরিণত হয়েছে। যার জেরে এখানে প্রায় দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ।