৩ লক্ষ খরচ করে সোনার মাস্ক পরছেন পুনের এই ব্যক্তি

পুনে: পুনে জেলার পিম্পরি-চিন্চওয়াদের বাসিন্দা, শঙ্কর কুরাদ, করোনা মহামারীতে নিজের জন্য প্রায় তিন লক্ষ টাকার সোনার তৈরি একটি মাস্ক তৈরি করেছেন। মাস্কটি সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্রযুক্ত একটি পাতলা সোনার তৈরি পাতের মতই। যাতে শ্বাস নিতে কোনও অসুবিধা না হয়। তবে এই মাস্কটি করোনা ঠেকাতে কার্যকর হবে কিনা সে ব্যাপারে নিশ্চিত নন মিঃ কুরাদ।

সোশ্যাল মিডিয়ায় রূপার মুখোশ পরা একজনকে দেখে তার এই সোনার মাস্ক তৈরির পরিকল্পনা মাথায় আসে। ‘আমি কোলহাপুরের এক ব্যক্তির রুপার মাস্কের একটি ভিডিও দেখেছিলাম। তারপরই সোনার মাস্কের বুদ্ধি মাথায় আসে’, মিঃ কুরাদ জানান।

তিনি বলেন, ‘আমার পরিবারের সকলেই সোনা ব্যবহার করতে পছন্দ করেন। তারাও যদি সোনার মাস্কের জন্যে বায়না করেন, তবে আমি তাদের জন্যও তৈরি করিয়ে দেব। আমি জানি না সোনার মাস্ক পরে করোনা ঠেকানো যাবে কি না, তবে সরকারের সব নিয়ম মেনে চললে ভাইরাসের বিস্তার রোধ করা যাবে।’

ছোট থেকেই শঙ্কর কুরাদে সোনার অলংকারের প্রতি টান ছিল। এ কারণেই তিনি তাঁর সব আঙুলেই সোনার আংটি পরেছেন। হাতে সোনার ব্রেসলেট এবং গলায় বিশালকায় সোনার চেন পরেন।