কুকুরের মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করল নাগাল্যান্ড সরকার

কোহিমা: কুকুরের মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করল নাগাল্যান্ড। শুক্রবার একথা জানান সে রাজ্যে মুখ্যসচিব টেমজেন টয়। তিনি বলেন, “রাজ্য সরকার কুকুরের বাণিজ্যিক আমদানি ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এই নিষেধাজ্ঞা জারি থাকবে কুকুর মার্কেট, মাংসের ওপর। রান্না করা কিংবা কাঁচা যে কোনও ধরনের মাংস বিক্রি নিষেধ। রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্ত প্রশংসনীয়।” এই টুইটের সঙ্গে বিজেপি সাংসদ মানেকা গান্ধি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী নেফিউ রিওকে ট্যাগ করেছেন তিনি।

জানা গিয়েছে, ডিমাপুর বাজারে কুকুরের মাংস বিক্রির একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছিল। সেই ছবি ঘিরে হইচই শুরু হতেই এই সিদ্ধান্ত, এমনটাই সূত্রের খবর।

About The Author