ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের

দেশে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। সোমবার পেট্রোলের দাম প্রতি লিটারে ২৪-২৮ পয়সা বৃদ্ধি পেয়েছে৷ ডিজেলের দাম বেড়েছে প্রতি লিটারে ২৬ থেকে ২৮ পয়সা। এদিন কলকাতায় পেট্রোলের দাম দাঁড়াল লিটার প্রতি ৯৫.২৮ টাকা। ডিজেলের দাম দাঁড়াল ৮৯.০৭ টাকা। দিল্লিতে নতুন করে পেট্রোলের দাম দাঁড়াল লিটার প্রতি ৯৫.৩১ টাকা। ডিজেলের দাম দাঁড়াল ৮৬.২২ টাকা। মুম্বইয়ে পেট্রোলের দাম দাঁড়িয়েছে লিটার প্রতি ১০১.৫২ টাকা। ডিজেলের দাম দাঁড়াল ৯৩.৫৮ টাকা। চেন্নাইয়ে পেট্রোলের দাম দাঁড়িয়েছে লিটার প্রতি ৯৬.৭১ টাকা। ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯০.৯২ টাকা।

পেট্রোপণ্যের দাম বৃদ্ধিতে নাজেহাল অবস্থা আমজনতার। একদিকে করোনা পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় লকডাউন অন্যদিকে, দফায় দফায় পেট্রোল-ডিজেলের দাম বেড়ে যাওয়ায় বাজার দর ক্রমশ বাড়ছে।

About The Author