বিকেল ৫টায় জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রীর

সোমবার বিকেল ৫টায় জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ মোদি। করোনা নিয়ে বড় কোনও ঘোষণা করবেন কি না সে নিয়ে উৎসাহ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। সোমবার বেলা ১টা বেজে ১৮মিনিটে প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে টুইট করে একথা জানানো হয়। এদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, আজ দেশে দৈনিক করোনা সংক্রমণ কমে প্রায় ১ লক্ষের কাছাকাছি ছুঁয়েছে। মনে করা হচ্ছে, সে বিষয়েই বক্তব্য রাখতে পারেন প্রধানমন্ত্রী মোদি।

তার সঙ্গে দেশবাসীকে করোনাবিধি মেনে চলার অনুরোধও করতে পারেন প্রধানমন্ত্রী। যদিও বড় কোনও ঘোষণা থাকতে পারে কি না, সে জল্পনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সূত্রের খবর, কেন্দ্রের টিকাকরণ নীতি নিয়েও কিছু বলতে পারেন প্রধানমন্ত্রী। টিকাকরণ নীতি নিয়ে ইতিমধ্যেই বিশেষজ্ঞদের একাংশ সমালোচনা করেছেন। প্রসঙ্গত, গত শুক্রবার দেশের চিকিৎসক, বিজ্ঞানীদের প্রশংসা করেন মোদি। দেশকে করোনা মোকাবিলায় তাঁরা আত্মনির্ভর করেছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী।