LPG price hike: ছাড় নেই উজ্জ্বলাতেও! রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বাড়ল

মঙ্গলবার থেকে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম সিলিন্ডার প্রতি ৫০ টাকা করে বাড়ল। যেমনটা আগেই জানিয়েছিলেন কেন্দ্রীয় পেট্রলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী।

সোমবার তিনি এক সাংবাদিক সম্মেলনে জানান, ১৪.২ কেজির গৃহস্থদের জন্য ব্যবহৃত সিলিন্ডারের দাম  ৮০৩ টাকা থেকে বেড়ে ৮৫৩ টাকা হচ্ছে। উজ্জ্বলা গ্রাহকদের রান্নার গ্যাসের দাম পড়বে ৫৫৩ টাকা এবং উজ্জ্বলা বহির্ভূত রান্নার গ্যাসের সিলিন্ডারপ্রতি দাম হচ্ছে ৮৫৩ টাকা।

রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে সোমবারেই তোপ দাগেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। এক্স বার্তায় খাড়্গে বলেন, এবার তো দ্রব্যমূল্য বৃদ্ধির চাবুক উজ্জ্বলা যোজনার গরিব মহিলাদের সঞ্চয়ের পিঠেও পড়ল। আক্রমণ শানিয়েছে রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীরাও। তবে কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, আগামী ২-৩ সপ্তাহের মধ্যে দাম কমানো নিয়ে ফের পর্যালোচনা করা হবে।

নতুন দাম অনুযায়ী, দিল্লিতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাসের দাম বেড়ে হচ্ছে ৫৫৩ টাকা। আর সাধারণ ক্যাটেগরির গ্রাহকদের ক্ষেত্রে রান্নার গ্যাসের দাম ৮০৩ টাকা থেকে বেড়ে হচ্ছে ৮৫৩ টাকা। কলকাতায় সাধারণ গৃহস্থের বাড়িতে রান্নার গ্যাসের দাম ছিল ৮২৯ টাকা। এবার তা বেড়ে ৮৭৯ টাকা হচ্ছে।

About The Author