SSC Verdict: প্রিয় দুই শিক্ষকের চাকরি ফেরাতে পথে নেমে আন্দোলন স্কুল পড়ুয়াদের

আলিপুরদুয়ার: সুপ্রিম রায়ে চাকরি বাতিল! স্কুলে আর আসছেন না তাঁদের প্রিয় দুই শিক্ষক। আর তাই তাঁদের স্কুলে ফেরাতে এবারে পথ আটকে আন্দোলন শুরু করলেন স্কুলের ছোট ছোট পড়ুয়ারা। নীতি, দুর্নীতি বোঝেনা ওরা, সরকার তাদের স্কুলের দুই শিক্ষকের চাকরি ফিরিয়ে দিক। কেনই বা সরকার তাঁদের অযোগ্য বানাল, এর বিচার চাই। বিচার না পেলে, আন্দোলন চলবেই। এমনই অভিনব ছবি উঠে এল উত্তরবঙ্গের একটি হাইস্কুলে।

কোর্টের রায়ে ওই স্কুলের দুই শিক্ষকের চাকরি গিয়েছে। ফালাকাটা ব্লকের প্রমোদনগর উচ্চ বিদ্যালয়ের ঘটনা। শিক্ষকদের চাকরি ফেরানোর দাবিতে তাই এবার পথে নামল ছাত্রছাত্রীরা। শিক্ষকদের পুনরায় নিয়োগের দাবিতে মিছিল করল তাঁরা। পাশাপাশি, সহ শিক্ষক শিক্ষিরাও পেন ডাউন কর্মসুচি পালন করলেন।

এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের রায় নিয়ে উত্তাল রাজ্যের রাজনীতি। এর মাঝে প্রমোদনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সোমবার হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করেন। পাশাপাশি প্রমোদনগর মোড়ে পথ অবরোধ করে তারা। প্রায় ৩০ মিনিট চলে ওই অবরোধ। এদিন এক ছাত্রী বলেন, আমার চাই আমাদের দুই প্রিয় শিক্ষকদের আবার বিদ্যালয়ে ফিরিয়ে আনা হোক। এদিকে, এদিন ওই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিরাও পেন ডাউন কর্মসুচি পালন করছেন।

About The Author