Murshidabad News: ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে উত্তপ্ত জঙ্গিপুর! জ্বলল পুলিশের গাড়ি

জঙ্গিপুর: ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে উত্তপ্ত মুর্শিদাবাদের জঙ্গিপুর। জাতীয় সড়ক অবরোধ করতে গিয়ে পুলিশের বাধা; জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি। চলে ইটবৃষ্টি। দুই পক্ষে ধুন্ধুমার! পালটা কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, শুভেন্দু ভিডিও পোস্ট করে ফের রাজ্যে অসামাজিক অশান্তি সৃষ্টিকারীদের নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন।

উল্লেখ্য, গত সপ্তাহের বৃহস্পতিবার লোকসভা ও রাজ্যসভায় তুমুল বিক্ষোভের পর পাস হয়ে যায় ওয়াকফ সংশোধনী বিল। শুক্রবার রাষ্ট্রপতির সইয়ের পর তা আইনে পরিণত হয়। তারপর থেকে দেশজুড়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানাচ্ছেন বিভিন্ন মুসলিম সংগঠন। এদিন মঙ্গলবার তার প্রতিবাদে মিছিল ডাকা হয়। তারপরই রণক্ষেত্র পরিস্থিতি।

মঙ্গলবার জঙ্গিপুর পিডব্লিউডি ময়দান থেকেই ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে একটি বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়। আগে থেকে মোতায়েন ছিল পুলিশ। মিছিল জঙ্গিপুর থেকে ওমরপুরের দিকে গিয়ে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করার চেষ্টা করে। সেই সময় বাধা দেয় পুলিশ। তখনই খণ্ডযুদ্ধ বাঁধে। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ঘটানো হয়।

পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। তারপর পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে। সাময়িক পিছু হটে পুলিশ। তবে কিছুক্ষণ পরই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি সামাল দেয় তারা। পুলিশের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করা হয়েছে। যারা গুজব ছড়িয়েছে বা চেষ্টা করেছে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। সকলকে গুজবে কান না দিয়ে শান্ত থাকার জন্য অনুরোধ করেছে পুলিশ।

About The Author