নাবালিকার বিয়ে রুখল প্রশাসন

চাকদহের পর এবার মুর্শিদাবাদ! সপ্তম শ্রেণির এক ছাত্রীর বিয়ে রুখে দিল প্রশাসন। এলাকায় ১৪ বছরের এক নাবালিকার বিয়ে হচ্ছিল। খবর পেয়ে খড়গ্রাম থানার পুলিশ-প্রশাসন গিয়ে বিয়ে আটকে দেয়।

১৮ বছর না হওয়া পর্যন্ত যাতে কোনওভাবেই বিয়ে দেওয়া না হয়, সে বিষয়ে সতর্কও করে দেওয়া হয় প্রশাসনের তরফে। এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার খরগ্রাম থানা এলাকার গোপীনাথপুরে।

খড়গ্রামের বিডিও জানিয়েছেন, নাবালিকার অভিভাবকদের কাছ থেকে মুচলেখা লিখিয়ে নেওয়া হয়েছে যাতে আঠারো বছর বয়সের আগে কোনওমতেই বিয়ে না দেওয়া হয়। দু’দিন আগেই চাকদহে অষ্টম শ্রেণীর এক ছাত্রির বিয়ে রুখে দিয়েছিল পুলিশ।