ভোট-পরবর্তী হিংসায় আক্রান্তদের চিকিৎসা, র‍্যাশনের দায়িত্ব নিতে হবে, রাজ্য সরকারকে নির্দেশ হাইকোর্টের

ভোট-পরবর্তী হিংসায় আক্রান্তদের চিকিৎসা ও র‍্যাশনের দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারকে। হিংসার মামলা নিয়ে রাজ্য সরকারকে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার এই মামলার শুনানি শুরু হলে আদালত জানায়, ‘ভোট পরবর্তী হিংসা’য় যাঁরা আহত হয়েছেন তাঁদের চিকিৎসার ভার রাজ্য সরকারকে নিতে হবে।

একই সঙ্গে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, যতগুলো অভিযোগ ছিল সব ক’টা রেকর্ড করতে হবে। যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁদের বয়ানও রেকর্ড করতে হবে পুলিশকে। শুধু তাই নয়, যাঁদের রেশন কার্ড কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে, তাঁদের সকলকে রেশন দেওয়ার ব্যবস্থাও করতে হবে সরকারকে।

বাগুইয়াটি: নিজের স্ত্রীকে গলাটিপে খুনে করে থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন স্বামী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনা জেলার বাগুইয়াটি থানা এলাকায়। মাস দুয়েক আগেই ওই দম্পতি প্রেম করে বিয়ে করেন তারপর ওই এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া নেন। ওই আবাসনের অন্য বাসিন্দারা বলেন, মাঝেমধ্যেই তাদের মধ্যে ঝামেলা অশান্তি লেগে থাকত। বৃহস্পতিবার সন্ধ্যায়, স্ত্রীকে গলাটিপে খুন করে এরপর ফিল্মি কায়দায় নিজেই থানায় গিয়ে দিলেন ওই ব্যক্তি।