তিন মাস ধরে মিলছে না খাবার, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ গ্রামবাসীদের

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাওয়ার বিলিকে কেন্দ্র করে বেনিয়মের অভিযোগ। অনিয়মিত খাওয়ার দেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। তাদের অভিযোগ তিন মাস ধরে খাবার দেওয়া হচ্ছে না ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। শুক্রবার তিন মাসের জায়গায় এক মাসের খাবার দেওয়া হচ্ছিল, তা দেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশচন্দ্রপুর ১ ব্লকের বিতল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে।

রাজ্য সরকারের পক্ষ থেকে প্রত্যেক অঙ্গনওয়াড়িতে বাচ্চাদের জন্য খাবার দেওয়া হয়। করোনার জন্য অঙ্গনওয়াড়িগুলি বন্ধ। ফলে মাসের একটি নির্দিষ্ট দিনে বাচ্চাদের অভিভাবকদের হাতে বরাদ্দকৃত চাল, ডাল, আলু দেওয়া হয়। এলাকাবাসীদের অভিযোগ, বিতল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গত তিন মাস ধরে কোনও খাবার দেওয়া হয়নি। শুক্রবার খাওয়ার দেওয়া হলেও মাত্র এক মাসের খাওয়ার দেওয়া হচ্ছিল। তা দেখে অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ দেখান। তাদের দাবি, পুরো তিন মাসের খাওয়ার দিতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মীর দাবি খাওয়ার না আসায় দেওয়া সম্ভব হয়নি। এক্ষেত্রে অনেকেই দফতরের কর্তাদের গাফিলতির অভিযোগ তুলেছেন।