করোনায় কাড়ল প্রাণ কবি শঙ্খ ঘোষের

করোনার দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু এবার সাহিত্যমহলেও। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল স্বনামধন্য কবি শঙ্খ ঘোষের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

জানা গিয়েছে, গত দশদিন ধরে জ্বর, সর্দি-কাশিতে ভুগছিলেন তিনি। করোনা পরিক্ষায় তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। তাঁকে হোম আইসোলেশনে রেখে তাঁর চিকিৎসা করা হয়েছিল। এদিন বাড়িতেই তাঁর জীবনাবসান ঘটে।

বাংলাদেশের চাঁদপুরে জন্মগ্রহণ করেন কবি শঙ্খ ঘোষ। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ছিলেন তিনি। বঙ্গবাসী কলেজ, সিটি কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী ও দিল্লি বিশ্ববিদ্যালয় অধ্যাপনা করেছেন তিনি। ২০১১ সালে পদ্মভূষণ পান শঙ্খ ঘোষ। এদিন তাঁর প্রয়াণে শোকজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর শেষকৃত্য হবে রাষ্ট্রীয় সম্মানে।