জলপাইগুড়ি জেলায় দ্বিতীয় কোভিড হাসপাতাল চালুর সিদ্ধান্ত

রাজ্যজুড়ে করোনা পরিস্থিতি খারাপ হচ্ছে দিন দিন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ১০ হাজারেরও বেশি মানুষ। সেই কথা মাথায় রেখে জলপাইগুড়ি জেলায় দ্বিতীয় কোভিড হাসপাতাল চালু করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার জলপাইগুড়ি জেলাশাসকের কনফারেন্স রুমে স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জলপাইগুড়ি জেলায় মাল মহকুমার মেটেলি ব্লকের আইটিআইতে দ্বিতীয় কোভিড হাসপাতালটি খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইসঙ্গে জলপাইগুড়ি বিশ্ববাংলা কোভিড হাসপাতলে বেডের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। পাশাপাশি, জেলার প্রতিটি ব্লকে একটি করে সেফ হোম খোলার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে।

ব্লকের কোন কোন জায়গায় এই সেফ হোমগুলো চালু করা হবে তা চিহ্নিত করে আগামী দু-তিন’দিনের মধ্যেই তা ব্লক প্রসাশন এবং ব্লক স্বাস্থ্য আধিকারিকদের রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখন থেকে হোম আইসোলেশনে যাঁরা থাকবেন তাঁদের স্বাস্থ্য দপ্তরের পাশাপাশি জেলাশাসক এবং মহকুমা শাসকের দপ্তর থেকে ফোন করে খোঁজ খবর নেওয়া হবে। জলপাইগুড়ি জেলায় করোনায় মৃত্যুর ঘটনা চিন্তা বাড়িয়েছে প্রশাসনের।

About The Author