করোনা আক্রান্ত হলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। চিকিৎসকদের পরামর্শ মেনে মঙ্গলবার রাতে তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃদু উপসর্গ থাকায় কোনওরকম ঝুঁকি না নিয়ে তাঁর করোনা পরীক্ষা হয়। বুধবার সকালে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে।
প্রথম থেকেই তাঁকে দেখা গিয়েছে একাধিক জনসভা, রোড শো করতে। তাঁকে ঘিরে প্রচুর মানুষের ভিড়ও লক্ষ্য করা গিয়েছে। যাদবপুর বিধানসভার ভোট মেটার পরও তাঁকে অন্য প্রার্থীদের জন্য প্রচার করতে দেখা গিয়েছে। প্রসঙ্গত, সুজন চক্রবর্তী ২০২১ সালের বিধানসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে সংযুক্ত মোর্চার প্রার্থী হয়েছেন। গত ১০ এপ্রিল চতুর্থ দফায় ভোট হয়েছে যাদবপুরে।