বিজেপিতে যোগ দিলেন আরও এক তৃণমূল বিধায়ক

নয়াদিল্লি: বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের আরও এক বিধায়ক। জানা গিয়েছে, বিজেপিতে যোগ দিয়েছেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক অরিন্দম ভট্টাচার্য। দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র হাত ধরে বিজেপির পতাকা তুলে নেন তিনি। তৃণমূলে যোগ দেওয়ার পর কোনও কাজের সুযোগ পাননি বলে অভিযোগ তার। মানুষের জন্যে কাজ করতে চান, সেকারণেই তাঁর বিজেপিতে যোগ দেওয়া, জানিয়েছেন শান্তিপুরের এই তৃণমূল বিধায়ক। বিধানসভা ভোটের আগে শান্তিপুরের বিধায়কের বিজেপিতে যোগ শাসকদল তৃণমূলের কাছে বড়সড় ধাক্কা হিসেবেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও এই ব্যাপারে এখনও প্রতিক্রিয়া মেলেনি তৃণমূল নেতৃত্বের। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, তৃণমূল সাগরের মতো। সেখান থেকে এক বালতি জল তুলে নিলে দলের কিছু যায় আসে না। উল্লেখ্য, কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসেন অরিন্দম ভট্টাচার্য। কংগ্রেস প্রার্থী হিসেবে জয়ের পরে ২০১৭-য় তৃণমূলে যোগ দেন অরিন্দম ভট্টাচার্য। কিন্তু আজ বুধবার তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে গেলেন এই বিধায়ক। বিজেপির দাবি, আগামী বিধানসভা ভোটের আগে তৃণমূল সরকার পড়ে যাবে। বহু মানুষ বিজেপিতে যোগ দিতে চাইছেন। শুধু তাই নয়, প্রত্যেকদিন তৃণমূল ছেড়ে নেতা-কর্মীরা বিজেপিতে যোগ দিচ্ছেন। এরপরেই তৃণমূল বলবে, সাধারণ মানুষ তাঁদের পাশে রয়েছে? প্রশ্ন বিজেপির। এই প্রসঙ্গে কৈলাস বিজয়বর্গীয় জানিয়ছেন, চলতি মাসের ৩০ তারিখ ফের বাংলায় আসছেন অমিত শাহ। একগুচ্ছ কর্মসূচি নিয়ে তাঁর এই সফর। যার মধ্যে অন্যতম তাঁর হাত ধরে বিজেপিতে যোগদান। কৈলাসবাবু জানিয়েছেন, তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস থেকে বহু নেতা অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দেবেন।