৩০ জানুয়ারি দেশজুড়ে ২ মিনিট নীরবতা পালনের নির্দেশ কেন্দ্রের

নয়াদিল্লি: আগামী ৩০ জানুয়ারি গান্ধিজীর প্রয়াণ দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় সরকারের তরফে এসেছে অভিনব নির্দেশ। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দিয়ে বলা হয়েছে, আগামী ৩০ জানুয়ারি শহিদ দিবস উপলক্ষ্যে দেশজুড়ে ২ মিনিটের নীরবতা পালিত হবে। এজন্য স্থানীয় প্রশাসনকে উপযুক্ত বন্দোবস্ত করার নির্দেশও দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে আসা নির্দেশে বলা হয়েছে, স্বাধীনতা আন্দোলনে যেসকল দেশপ্রেমিকেরা আতমবলিদান দিয়েছেন, তাঁদের আত্নত্যাগের কথা স্মরণ করে আগামী ৩০ জানুয়রি শহিদ দিবস পালিত হবে। আর এদিনই তাঁদের আত্মত্যাগের কথা মনে করে ২ মিনিটের নীরবতা পালন করত হবে। নির্দেশিকায় বলা হয়েছে, সকাল ১০:৫৯ মিনিটে সাইরেন বাজিয়ে শুরু হবে ২ মিনিটের নীরবতা পালন। ২ মিনিট পর ফের বাজবে সাইরেন। যেখানে সাইরেন বাজবে না, সেখানে সেনার তরফে তোপধ্বনি দেওয়া হবে। দেশের যে সমস্ত জায়গায় সিগন্যাল সিস্টেমের সমস্যা রয়েছে, সেখানে উপযুক্ত বার্তা পৌঁছে দেওয়া হবে। এমনই নির্দেশ এসেছে স্বরাষ্ট্রমন্ত্রকের দপ্তর থেকে।