Viral: খাসির মাংস না খাওয়ানোয় বিয়ে ভাঙলেন ওড়িশার যুবক

খাসির মাংস না খাওয়ানোয় বিয়ে ভাঙলেন এক যুবক! বরযাত্রীদের খাসির মাংস খাওয়ানো হয়নি বলে অভিযোগ তাঁর। এই কারণে বিয়ে ভেঙে দিলেন ২৭ বছরের ওই যুবক। তবে এখানেই শেষ নয়। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বিয়ে ভেঙে বাড়ি ফেরার সময় অন্য একটি মেয়েকে বিয়েও করে নিয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে ওড়িশার সুকিন্দা এলাকায়।

খবরে প্রকাশ, যুবক ওড়িশার কেওনঝড়ের বাসিন্দা। তার নাম রমাকান্ত পাত্র। বুধবার সুকিন্দা ব্লকের বাঁধাগাঁও গ্রামে বিয়ে করতে গিয়েছিল সে। খেতে বসে বরযাত্রীরা জানতে পারেন, বরযাত্রীদের খাসির মাংস খাওয়ানো হচ্ছে না। এই কারণে বেজায় চটে যান বর রমাকান্ত। রাগের তীব্রতা এতটাই বিয়ে করতে নাকচ করে দেয় সে। বরযাত্রীদের নিয়ে বিয়েবাড়ি ছেড়ে চলে আসেন রমাকান্ত। সেখানে আত্মীয়ের বাড়িতে রাতে আশ্রয় নেন। সেখানেই একটি মেয়েকে বিয়ে করে ফেলেন রমাকান্ত। পরের দিন বউ নিয়েই ঘরে ফেরেন তিনি। খবরে জানা গিয়েছে, এই ঘটনায় অবশ্য স্থানীয় থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি।