জম্মুর বায়ুসেনা স্টেশনে জোড়া বিস্ফোরণ, ড্রোন দিয়ে হামলা!

জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল জম্মু বিমানবন্দরের বায়ুসেনা স্টেশনে। ড্রোনের থেকে বিস্ফোরক ছুড়ে এই ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে ধারণা পুলিশের। এই ঘটনায় পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার হাত রয়েছে বলে ধারণা পুলিশের। ইতিমধ্যেই ২ সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

জম্মু বিমানবন্দরের রানওয়ে ও এয়ার ট্রাফিক কন্ট্রোল ভারতীয় বায়ুসেনার অধীনে রয়েছে। শনিবার গভীর রাতে পাঁচ মিনিটের ব্যবধানে দু’টি বিস্ফোরণ ঘটে সেখানে। রাত ১টা বেজে ৩৭ মিনিটে প্রথম বিস্ফোরণটি একটি ভবনের ছাদে ঘটানো হয় ঘটে। দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে খোলা জায়গায়, রাত ১টা বেজে ৪২ মিনিটে। বিস্ফোরণ ততটা তীব্র না হলেও, দু’কিলোমিটার দূর থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। বিস্ফোরণ ঘটাতে ৪ কেজি ৭০০ গ্রাম মতো আইইডি ব্যবহার করা হয়েছে।

বিস্ফোরণে দু’টি সেনা ছাউনি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বায়ুসেনার কোনও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়নি। বিস্ফোরণের খবর পেয়ে ওই এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। ঘটনাস্থলে পৌঁছান ফরেন্সিক দল এবং বম্ব স্কোয়াডের আধিকারিকরা। এনআইএ-র আধিকারিকরা বিষয়টি তদন্ত করে দেখবেন। তবে বায়ুসেনার তরফে সকাল ৭টা পর্যন্ত এফআইআর দায়ের হয়নি বলে জানিয়েছে জম্মু পুলিশ।

About The Author