রাজগঞ্জে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের কোনও খবর নেই

রাজগঞ্জ, ১ জুন: রাজগঞ্জে এখনও পর্যন্ত করোনার কোনও পজিটিভ রিপোর্ট নেই। বাইরে থেকে আসা শ্রমিকদের লালার নমুনা নিয়ে তাদের কোয়ারান্টিনে রাখার ব্যবস্থা করেছে প্রশাসন। সোমবার পর্যন্ত, তিন শতাধিক শ্রমিকের লালার নমুনার রিপোর্ট ব্লক স্বাস্থ্য দপ্তরের হাতে এসেছে। প্রত্যেকটির করোনা রিপোর্ট নেগেটিভ। রাজগঞ্জে দুটি প্রাতিষ্ঠানিক কোয়ারান্টিন সেন্টার রয়েছে। একটি করতোয়া এলাকায় লায়ন্স গ্রুপের আই হাসপাতালে এবং অন্যটি পানিকৌরি এলাকায়। রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে লালার নমুনা সংগ্রহ করা হচ্ছে। তথ্যানুযায়ী সোমবার পর্যন্ত, ওই দুই কোয়ারান্টিন সেন্টারে মোট ১১১ জন শ্রমিক রয়েছেন। ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ইতিমধ্যে ৫৬৯ জনের লালার নমুনা পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এর মধ্যে ৩০৩ জনের রিপোর্ট হাতে এসেছে। প্রতিটির রিপোর্ট নেগেটিভ। এখনও পর্যন্ত করোনার কোনো পজিটিভ কেস নেই রাজগঞ্জে।

প্রতিটির রিপোর্ট নেগেটিভ। এখনও পর্যন্ত করোনার কোনো পজিটিভ কেস নেই রাজগঞ্জে।

 

About The Author