সাংসদেই নিশীথ! বিধায়ক পদ থেকে ইস্তফা, রাজ্যে বিজেপির ২ বিধায়ক কমল

রাজ্যে বিজেপির বিধায়ক সংখ্যা ৭৭ থেকে কমে ৭৫ হল। অবশেষে বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন বিজেপির দুই নির্বাচিত বিধায়ক নিশীথ প্রামাণিক এবং জগন্নাথ সরকার। বুধবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়ে প্রথা মেনে পদত্যাগপত্র জমা দিয়ে আসেন দিনহাটা এবং শান্তিপুরের বিধায়ক। পরে তাঁরা জানান, যেহেতু একসঙ্গে সাংসদ এবং বিধায়ক থাকা যায় না, সেই কারণে দলের উচ্চ নেতৃত্বের নির্দেশেই তাঁরা এই পদত্যাগ করেছেন। ফলে

আগামী ৬ মাসের মধ্যে দিনহাটা এবং শান্তিপুর বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এ দিন পদত্যাগ করতে যাওয়ার সময় নিশীথ এবং জগন্নাথ জানান, ‘দেশ আগে।’ তাই কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে তাঁরা পদত্যাগ করছেন। তবে এদিনের তাৎপর্যপূর্ণ বিষয় হল, নিশীথ এবং জগন্নাথের পদত্যাগ পর্বে স্পিকারের কক্ষেই বসেছিলেন পার্থ। পাশাপাশি মেখলিগঞ্জের তৃণমূল বিধায়ক পরেশ চন্দ্র অধিকারীকেও ঢুকতে দেখা যায় সেসময়। ফলে রাজনৈতিক মহলে একটা জল্পনা তৈরি হয়েছে।