গঙ্গা-যমুনা নদীতে করোনা আক্রান্তের দেহ ভাসছে। এমন খবরে শোরগোল পরে গিয়েছিল গোটা দেশে। এবার এনিয়ে কেন্দ্র সরকারকে একহাত নিলেন টলিউড অভিনেত্রী সায়নী ঘোষ। গঙ্গা-যমুনায় সারি সারি ভাসছে মৃতদেহ। সেই চিত্র ভেসে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। তারপরই তোলপাড় বিভিন্ন মহল। সেই বিষয়ে একের পর এক টুইট করে চলেছেন অভিনেত্রী সায়নী ঘোষ।
Bihar, Up & Mp floating authentic COVID report of these states. After Ganga, now Runj river in Panna district,Madhya Pradesh. #GOI bullying aam admi, media & opposition into silence..Go try with the rivers now☝🏻
— Saayoni ghosh (@sayani06) May 12, 2021
সায়নী ঘোষ টুইটে লেখেন, ‘বিহার, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের আসল কোভিড রিপোর্ট নদীতে ভাসছে। গঙ্গার পর এবার মধ্যপ্রদেশের পান্না জেলার রুঞ্জ নদী। কেন্দ্র সরকার বলপ্রয়োগ করে বিরোধী দল, মিডিয়া আর সাধারণ মানুষের মুখ বন্ধ করেছ। পারলে নদীর ঘটনায় তা করে দেখাক।‘ করোনার দ্বিতীয় ঢেউ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। দেশের কোথাও জ্বলছে গণচিতা, আবার কোথাও নদীতে ভাসছে দেহ। বিহার, উত্তরপ্রদেশের পর এবার মধ্যপ্রদেশেও একই দৃশ্য। তা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সমগ্র দেশবাসীর মধ্যে।