শিলিগুড়ি: শ্রমিক নিয়োগ ঘিরে বিক্ষোভের জেরে উত্তাল হল নিউ জলপাইগুড়ি সংলগ্ন টি পার্ক এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। অভিযোগ, দীর্ঘ দিন ধরেই শিলিগুড়ির টি পার্কের ভেতরে থাকা কন্টেইনার ডিপোতে শ্রমিক নিয়োগে স্থানীয়দের প্রাধান্য দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় আইএনটিটিইউসি নেতা ও তাঁর অনুগামীরা। কিন্তু টি পার্কের ব্যবসায়ীদের যুক্তি, অত্যাধুনিক পরিকাঠামো নিয়ে কাজ করার ক্ষেত্রে স্থানীয় অদক্ষ শ্রমিক নিয়োগের সুযোগ কম। এই নিয়েই দু’পক্ষের মধ্যে ঝামেলা। জানা গিয়েছে, স্থানীয় কর্মী নিয়োগের দাবিতে বৃহস্পতিবার পার্কের গেটের সামনে বিক্ষোভ দেখায় আইএনটিটিইউসি কর্মীরা। সেখানেই দুপক্ষের মধ্যে ঝামেলা বাঁধে। ভাঙচুরও চালানো হয় বলে অভিযোগ। এদিকে পরিস্থিতি সামাল দিতে টি পার্কের নিরাপত্তা কর্মীরা শূন্যে কয়েক রাউন্ড গুলি চালায়। পরবর্তীতে এনজেপি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সমর্থ হয়। এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।