নিখোঁজ করোনা রোগীর মৃতদেহ মিলল রাজগঞ্জে

বৃহস্পতিবার জলপাইগুড়ি বিশ্ববাংলা কোভিড হাসপাতাল থেকে নিখোঁজ হয়েছিলেন এক করোনা রোগী। শুক্রবার তাঁর মৃতদেহ উদ্ধার হয় রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল থেকে। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মেটেলি ব্লকের বাতাবাড়ির খরপাড়ায় নকুরু রায় (৬২)। করোনা আক্রান্ত হওয়ায় বুধবার জলপাইগুড়ি বিশ্ববাংলা কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে হঠাৎ ওই রোগী নিখোঁজ হয়ে যায়। এদিন রাজগঞ্জের ফাটাপুকুর এলাকায় স্থানীয়রা ওই ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখেন। সন্ধ্যার সময় তিনি অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়ার পর সেখানে তার মৃত্যু হয়। খবর পেয়ে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে পৌঁছান মৃতের পরিবার। পরে মৃতদেহ দাহ করার জন্য সাহুডাঙ্গির বৈতরণী শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয়।

মৃতের ভাই ধীনেশ্বর রায় বলেন, জলপাইগুড়ি বিশ্ববাংলা কোভিড হাসপাতালে নিরাপত্তা-ব্যবস্থা ঠিকঠাক নেই। মাঝেমাঝেই রোগী নিখোঁজ হয়ে যাচ্ছে। আমার দাদার মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী।