মুখ্যসচিব আলাপনকে দিল্লিতে কাজে যোগ দেওয়ার জরুরি নির্দেশ কেন্দ্রের

রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিল কেন্দ্র। এবিষয়ে শুক্রবার কেন্দ্রের তরফে আলাপনবাবুকে চিঠি দেওয়া হয়েছে। কেন্দ্রের নির্দেশ মোতাবেক, তাঁকে ৩১ মে দিল্লির নর্থ ব্লকে রিপোর্ট করতে হবে। এমাসেই মুখ্যসচিব পদে আলাপনবাবুর মেয়াদ শেষ হচ্ছে। তারপরই অবসর নেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু করোনা পরিস্থিতির মোকাবিলায় দক্ষ প্রশাসকের প্রয়োজনের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী আলাপনবাবুর মেয়াদ বাড়াতে কেন্দ্রকে চিঠি  দিয়েছিলেন।

গত সোমবার কেন্দ্রের তরফে জানানো হয়, রাজ্যের আবেদন মেনে অগাস্টের শেষ পর্যন্ত মুখ্যসচিব পদে থাকবেন আলাপন। কিন্তু এদিন আচমকাই কেন্দ্রের তরফে জানানো হয়েছে, মুখ্যসচিবকে ৩১ মে নর্থ ব্লকে রিপোর্ট করতে হবে। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানান, এটা রাজনৈতিক প্রতিহিংসার পরিচয়। এভাবে বাংলাকে বিপাকে ফেলার চেষ্টা চলছে।