পা ভালো হয়ে গেছে মুখ্যমন্ত্রীর, কলকাতায় ফিরে কাটবেন প্লাস্টার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পা সেরে গেছে, কলকাতায় ফিরেই প্লাস্টার কাটবেন মমতা। তাঁর পা ‘সেরে ওঠার’ কথা জানিয়েছেন তিনি নিজেই। রবিবার বহরমপুরে একটি ভার্চ্যুয়াল নির্বাচনী সভায় যোগ দিয়ে এ কথা জানালেন তৃণমূল নেত্রী। কলকাতায় ফিরে প্লাস্টার কাটার আশা করছেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পায়ের এই চোট নিয়ে দেড় মাস ধরে জেলায় জেলায় ঘুরেছি। এখন আমার পা ভালো হয়ে গেছে। কিন্তু যেহেতু আমি বাড়ি যেতে পারছি না, তাই প্লাস্টারও কাটতে পারছি না। টানা ১০ দিন ধরে আমি বাড়ির বাইরে আছি। বাড়ি ফিরে গিয়ে প্লাস্টার কাটব।’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে ভোটে লড়েছেন মুখ্যমন্ত্রী মমতা। গত ১০ মার্চ নন্দীগ্রামের রেয়াপাড়ার একটি মন্দিরে পূজা দিয়ে বের হওয়ার সময় হঠাৎ চার-পাঁচজন এসে তাঁকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেন বলে অভিযোগ। এতে তাঁর কপাল, মাথা ও বাঁ পায়ে চোট লাগে। পায়ে গুরুতর চোট লাগে তাঁর। এর দুদিন পরই হাসপাতাল থেকে পায়ে প্লাস্টার নিয়ে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী।

 

About The Author