করোনা: সচেতন না হলে জনতা, প্রশাসন করবে সায়েস্তা

জন সাধারণ সচেতন না হলে, আইনি ব্যবস্থা নেওয়া হবে প্রশাসনের তরফে। করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন রাজগঞ্জের প্রশাসনিক কর্তারা। ব্লকের প্রতিটি মানুষকে সচেতন করতে উদ্যোগ নেবে প্রশাসন। তারপরও যদি মানুষ সচেতন না হয়, সেক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

করোনা পরিস্থিতি নিয়ে সোমবার রাজগঞ্জ বিডিও অফিসে পুলিশ, স্বাস্থ্য আধিকারিক, রাজগঞ্জ ব্লকের ১২টি অঞ্চলের প্রধান ও এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট নিয়ে বৈঠক করা হয়। এদিন, আমবাড়ি বাজারে করোনা নিয়ে সচেতনতা বাড়াতে মাইকিং করা হয় পুলিশের উদ্যোগে। পাশাপাশি সাধারণ মানুষদের স্যানিটাইজার স্প্রে ও মাস্ক বিতরণ করা হয়।

এবিষয়ে দেবাশীষ প্রামাণিক বলেন, রাজগঞ্জ ব্লকের প্রতিটি মানুষকে সচেতন করার জন্য সমস্ত প্রধানদের এবং পুলিশদের নিজস্ব এলাকায় করোনা সচেতনমূলক বিষয় মাইকিং করতে বলা হয়েছে। তারপরে যদি সাধারণ মানুষ মাস্কের ব্যবহার না করেন ও সচেতন না হলে। সেক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে প্রশাসনের পক্ষ থেকে।