অশান্তিতে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য, বাড়ি নির্মাণের প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

‘যাঁরা মারা গিয়েছেন তাঁদের ১০ লাখ টাকা সাহায্য করা হবে। যাঁদের বাড়ি ভেঙেছে তাঁদের বাংলার বাড়ি করে দেওয়া হবে। যাঁদের দোকান ভেঙেছে সেটা এস্টিমেট করা দেওয়া হবে।’


কেন্দ্রের ওয়াকফ সংশোধনী আইন নিয়ে অশান্ত মুর্শিদাবাদ৷ অশান্তির আঁচ ছড়িয়েছে ভাঙড়েও৷ এর মধ্যে বারবারই শান্তিরক্ষার বার্তা দিতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ বুধবার নেতাজি ইন্ডোরে ইমাম-মোয়াজ্জেমদের সম্মেলনে যোগ দেন মুখ্যমন্ত্রী৷ সেখানেও শান্তি স্থাপনের উদ্দেশ্যে একাধিক বার্তা দিতে দেখা যায় মমতাকে৷

হিংসায় ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি সাহায্যের কথাও নেতাজি ইন্ডোর থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আপনারা শান্তির বার্তা দিন। শান্তি না থাকলে আপনার পায়ে কুড়ুল মেরে বিজেপি-কে সুবিধা দেবে। ভাঙরে যেটা করেছে সেটা ঠিক করেনি। সরকারি সম্পত্তি নষ্ট করে দিয়েছে। ৪০ লাখ টাকা লাগে একটা গাড়ি কিনতে। যাঁরা অশান্তিতে মারা গিয়েছেন তাঁদের ১০ লাখ টাকা দেওয়া হবে৷’

এছাড়া, হিংসার ঘটনায় যাঁদের বাড়ি পুড়েছে, তাঁদের বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি করে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘যাঁরা মারা গিয়েছেন তাঁদের ১০ লাখ টাকা সাহায্য করা হবে। যাঁদের বাড়ি ভেঙেছে তাঁদের বাংলার বাড়ি করে দেওয়া হবে। যাঁদের দোকান ভেঙেছে সেটা এস্টিমেট করা দেওয়া হবে।’

About The Author