মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে ‘ভুয়ো’ পোস্ট করায় পুলিশের বড় পদক্ষেপ

কলকাতা: মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুল ছবি এবং তথ্য ছড়ানো হচ্ছে! এমন অভিযোগ রাজ্য পুলিশের। গুজব ছড়ানোর দায়ে রাজ্য পুলিশকে এখনও পর্যন্ত ১,০৯৩টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করে দিতে হয়েছে।

পুলিশ জানাল, মুর্শিদাবাদের হিংসার নাম করে সোশ্য়াল মিডিয়ায় এমন কিছু ছবি ছড়ানো হয়েছিল যা মুর্শিদাবাদের নয়। কিছু ছবি কেবলমাত্র উসকানি দেওয়ার জন্য ছড়ানো হয়েছিল বলে অভিযোগ। তবে পুলিশ একাধিক ক্ষেত্রে কড়া ব্যবস্থা নিয়েছে।

সূত্রের খবর, রাজ্য পুলিশ ইতিমধ্য়েই ১ হাজার ৯৩টি সোশ্য়াল মিডিয়ার অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে। বিভিন্ন এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ। পুলিশের তরফে বারবার আবেদন জানানো হয়েছে, গুজবে কান না দিতে। গুজব ছড়ালেই কড়া ব্যবস্থা।

About The Author