কোলের শিশুকে নিয়ে চড়ক ঘুরলেন বাবা! দৃশ্য দেখে শিউরে উঠলেন শহরবাসী

জলপাইগুড়ি: নিজের চার মাসের শিশুকে কোলে নিয়ে চড়ক ঘুরলেন বাবা। দৃশ্য দেখে তাজ্জব সাধারণ মানুষ। শিশু সুরক্ষা নিয়েও উঠল প্রশ্ন!

নববর্ষের রাতে জলপাইগুড়ির পাতকাটা কলোনির একটি চড়ক পুজোর আসরে ঘটল এমন কাণ্ড! বিন্নাগুড়ির এক চরক সন্ন্যাসী তার চার মাসের শিশুকে কোলে নিয়ে চড়কে ঘুরলেন। জানা গেল, ওই ব্যক্তি এই আয়োজনে সামিল হতেই সপরিবারে এসেছিলেন জলপাইগুড়িতে। সেখানেই কোলের শিশুকে নিয়ে করলেন এমন কাজ।

ভিডিওতে দেখা যাচ্ছে, ব্যক্তির পিঠে বড়শি দিয়ে দড়ি বাঁধা। হাতে তুলে নিলেন কোলের শিশুকে। তারপর কয়েক পাক চড়কে ঘুরলেন। এদিকে, বাচ্চাটির মায়ের দাবি, ভগবানের আশির্বা‌দ পেতেই এমন কাণ্ড।

পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাটকাটা কলোনির একটি চড়ক পূজায় এমন দৃশ্য দেখে শিউরে উঠেছেন অনেকেই। অতি বিশ্বাসে চার মাসের শিশুকে নিয়ে এভাবে চড়কে ঘোরায় বিপদের আশঙ্কাও করেছিলেন স্থানীয়রা। যদিও শেষ অবধি কোনও বিপদ ঘটেনি, তাই রক্ষা। বুধবার এই ভিডিও সামনে আসতেই উঠছে শিশু সুরক্ষার প্রশ্ন! কোলের সন্তানকে নিয়ে এমন ‘ছেলে খেলা’ করা উচিত হয়নি বলেই দাবি দর্শকদের একাংশের।

About The Author