লকডাউনে কাজ নেই! লটারিতে ১ কোটি পেয়ে ভাগ্য ফিরল বাজনাদারের

লটারিতে এক কোটি টাকা পেয়ে কর্মহীন লকডাউনে ভাগ্য ফিরল বাজনাদারের। দিন আনা দিন খাওয়া অভাবের সংসারে আলোর দিশা পেলেও নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবার। মালদার ইংরেজবাজারের বিনয় সরকার রোডের ঘটনা।

প্রাপকের নাম শঙ্কু ঋষি। তাঁর পরিবারে অসুস্থ শয্যাশায়ী মা এবং এক প্রতিবন্ধী ভাই রয়েছে। সংসারে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। ১০ বছর বয়স থেকে বাবার সঙ্গে বিয়ে বাড়িতে বাজনা বাজিয়ে সংসার চালান। বর্তমানে লকডাউনের কারণে সেই কাজও প্রায় বন্ধ।

সংসারের হাল ধরতে কিছুদিন আগে বাড়ির সামনে একটি লটারির টিকিটের দোকান খোলেন। তবে বৃষ্টির কারণে তাও বিক্রি হচ্ছিল না। খোলা বান্ডিলের মধ্যে থেকেই তার এক কোটি টাকার লটারি লেগে গিয়েছে। প্রাপকের নাম শঙ্কু ঋষি।

তিনি জানান, লকডাউনের কারণে পরিবারের আর্থিক অনটনে ভুগছিলেন তিনি। মাত্র ১৭ দিন হয়েছে লটারির দোকান খোলা হল। এরমধ্যেই লটারির টিকিট খেলেছে। পরিবারের উপকার হবে অন্যদিকে এক কোটি টাকা একসঙ্গে পেয়ে নিরাপত্তাহীনতায় পেয়ে বসেছে।

About The Author