রাজগঞ্জের কোনও অঞ্চলেই যেন কাঁচা রাস্তা না থাকে, সেই প্রচেষ্টাই থাকবে আগামী ৫ বছরের বিধায়ক কার্যক্রমকালে। বৃহস্পতিবার পানিকাউরি অঞ্চলের দুটি রাস্তার শিলান্যাস করতে গিয়ে এই মন্তব্য করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।
বৃহস্পতিবার রাজগঞ্জ ব্লকের তালমাহাটে কৃষি বিপনন দপ্তরের অর্থ আনুকুল্যে প্রায় এক কোটি আট লক্ষ টাকায় ১২টি হাটসেড তৈরির শিলান্যাস করলেন বিধায়ক। পাশাপাশি, এদিন বেলাকোবার কলেজপাড়ায় বিধায়কের এলাকা উন্নয়ন তহবিল থেকে প্রায় ৫ লক্ষ টাকা ব্যয়ে দুটি রাস্তার শিল্যানাস করলেন বিধায়ক।
সেখানে বিধায়ক খগেশ্বর রায় বলেন, রাজগঞ্জের ১২টি অঞ্চলের কোথাও কোনও রাস্তাই কাঁচা থাকবে না। তৃণমূল সরকারের বিধায়ক কার্যক্রম কালে সেই লক্ষেই কাজ চলবে।