বেতন বৃদ্ধি এবং বাড়তি বোনাসের দাবিতে ফাটাপুকুরে নিরাপত্তারক্ষীদের বিক্ষোভ

বেতন বৃদ্ধি এবং বাড়তি বোনাসের দাবিতে ফাটাপুকুরে বহুজাতিক পানীয় প্রস্তুতকারী সংস্থার গোডাউনের নিরাপত্তারক্ষীরা বিক্ষোভ দেখালেন। বৃহস্পতিবার সকালে রাজগঞ্জের ফাটাপুকুরে ওই সংস্থার ৩৮ জন নিরাপত্তারক্ষী বিক্ষোভ দেখাতে শুরু করেন।

তৃণমূল ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ওয়ার্কার্স ইউনিয়নের ইউনিট সম্পাদক দর্পনাথ রায় জানান, প্রায় সাত বছর ধরে কাজ করছেন তারা অথচ বেতন দেওয়া হচ্ছে মাত্র সাড়ে ৭ হাজার টাকা। নিয়ম অনুযায়ী বাড়তি বোনাস দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এছাড়াও অন্যান্য সুবিধা থাকলেও তারা বঞ্চিত হয়েছেন বলে অসন্তোষ প্রকাশ করেছেন নিরাপত্তারক্ষীরা। তারা বলেন, বিষয়টি নিয়ে কর্তৃপক্ষকে একাধিকবার অনুরোধ করা হলেও কোনও সুরাহা হয়নি। ২০ শতাংশ বেতন ও বোনাস বৃদ্ধির দাবিতে বিক্ষোভ দেখাতে হচ্ছে তাদের।

এ বিষয়ে নিরাপত্তা এজেন্সির এরিয়া ম্যানেজার জগজীবন পাশওন জানান, সরকারি নিয়ম মেনে নিরাপত্তারক্ষীদের বেতন ও বোনাস দেওয়া হচ্ছে। নিরাপত্তারক্ষীদের বিক্ষোভের বিষয়টি আলোচনার মাধ্যমে মিটিয়ে নেবার চেষ্টা করা হবে।

About The Author