মুকুল রায়ের প্রত্যাবর্তনের পর ভাঙন মালদার গেরুয়াশিবিরে

বিজেপির প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট মুকুল রায়ের দলত্যাগের পর এবার ভাঙন ধরল মালদা হরিশ্চন্দ্রপুর বিজেপিতে। হরিশ্চন্দ্রপুর বিধানসভার ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্য অমল চন্দ্র সাহা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। এরই সঙ্গে কংগ্রেস পরিচালিত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত দখল নেওয়ার দাবি করল তৃণমূল।

তৃণমূলের এই দাবিকে উড়িয়ে দিয়েছেন ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রধান বিমানবিহারী বসাক। ভিঙ্গল গ্রাম-পঞ্চায়েতে মোট ১৩ জন সদস্য রয়েছে। তাদের মধ্যে ৯ জন সদস্য কংগ্রেসের, ৩ জন তৃণমূলের এবং একজন ছিলেন বিজেপির পঞ্চায়েত। বিজেপির একমাত্র সদস্য তৃণমূলে যোগ দেওয়াতে তৃণমূলের সদস্য সংখ্যা ৩ থেকে বেড়ে ৪ হল। এই ঘটনার পরই পঞ্চায়েত দখলের দাবি করছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ইতিমধ্যে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

About The Author