১ জুলাই পর্যন্ত রাজ্যে বিধিনিষেধ! রাতে বহাল নাইট কারফিউ

রাজ্যে বাড়ল লকডাউন বিধিনিষেধের সময়সীমা। ১৬ জুন থেকে আগামী ১ জুলাই পর্যন্ত রাজ্যে বিধিনিষেধ বহাল থাকবে।

আগের মতোই লোকাল ট্রেন বাস মেট্রো পরিষেবা বন্ধ থাকছে। রাত ন’টার পর থেকে চলবে নাইট কারফিউ, চলবে ভোর পাঁচটা পর্যন্ত।

সরকারি-বেসরকারি অফিস ২৫% কর্মী নিয়ে খোলা রাখা যাবে।

বেসরকারি অফিস সকাল ১০ টা থেকে বিকেল চারটে পর্যন্ত খোলা থাকবে।

ভ্যাকসিনের দুটো ডোস নেওয়া থাকলে পার্কে মর্নিং ওয়াক করা যাবে।

২৫% কর্মী নিয়ে শপিংমল খোলা রাখা যাবে। শপিংমলে সর্বোচ্চ ৩০% ক্রেতা একসঙ্গে ঢুকতে পারবেন। সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা থাকবে শপিং মল।

আগের মতোই সকাল ৭টা থেকে ১১ টা পর্যন্ত বাজার খোলা থাকবে। সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অন্যান্য দোকান খোলা থাকবে।

দুপুর ১২ টা থেকে রাত্রি আটটা পর্যন্ত রেস্তোরাঁ ও বার ইত্যাদি খোলা থাকবে। ৫০% লোক নিয়ে শুটিংয়ের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।