‘অতিরিক্ত চর্বি ঝরে যাওয়া ভাল, তাতে স্বাস্থ্য ভাল হয়’, মুকুল প্রসঙ্গে দিলীপ ঘোষ

শরীরের অতিরিক্ত মেদের সঙ্গে দলবদলুদের তুলনা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘‘শরীরে হঠাৎ চর্বি বেড়ে গেলে হয়তো দেখতে ভাল লাগে, ভরা ভরা লাগে, কিন্তু সেই চর্বিটা ঝরে গেলেই শরীরের পক্ষে ভাল। এখন আমাদের চর্বি কম হচ্ছে আস্তে আস্তে। এরপর আমাদের আসল স্বাস্থ্যটা বোঝা যাবে।’’

ভোটের আগে তৃণমূল ও অন্য দল থেকে অনেককেই দলে টেনেছিল বঙ্গ বিজেপি। তখন রাজ্য সভাপতি দিলীপ বলতেন, ভোটে জিততে হলে দল বড় করতেই হবে। কিন্তু সেই ‘বড়’ দলেই যখন ফের ভাঙন শুরু হয়েছে, তখন ছেড়ে যাওয়া বিজেপি নেতাদের শরীরের অতিরিক্ত মেদের সঙ্গে তুলনা করলেন তিনি। তাঁর কথায়, ‘শরীরের অতিরিক্ত চর্বি ঝরে যাওয়া ভাল, তাতে স্বাস্থ্য ভাল হয়।’