মন্ত্রিত্ব ছাড়লেন লক্ষ্মীরতন শুক্লা, যোগ দেবেন BJP-তে? বাড়ছে জল্পনা

কলকাতা: মন্ত্রিত্ব ছাড়লেন লক্ষ্মীরতন শুক্লা। রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন তিনি। যদিও বিধায়ক পদে পূর্ণ মেয়াদেই থাকতে চান তিনি। আপাতত রাজনীতি থেকে অবসর নিচ্ছেন বলে এমন সিদ্ধান্ত, জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার। মন্ত্রিত্বের পাশাপাশি হাওড়া জেলা তৃণমূলের সভাপতি পদ থেকেও ইস্তফা দিয়েছেন লক্ষ্মী। তবে উত্তর হাওড়ার বিধায়ক পদ থেকে এখনই পদত্যাগ করছেন না বলেই মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে তিনি জানিয়েছেন। বিধানসভার পূর্ণ মেয়াদ তিনি সম্পূর্ণ করতে চান বলেও ইচ্ছাপ্রকাশ করেছেন। পুরো বিষয় নিয়ে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। মন্ত্রিত্ব ছাড়া নিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় দাবি করেছেন, ‘লক্ষ্মী কোনওদিনই কিছু বলেননি। দলের মধ্যে কোনও সমস্যা হচ্ছিল কি না, সে বিষয়েও কিছু জানাননি তিনি।’ হাওড়া জেলা তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায়ের প্রতিক্রিয়া, ‘যুদ্ধের আগে সেনাপতির সরে দাঁড়ানো ভালো কথা নয়’। লক্ষ্মীরতন বিজেপিতে যোগ দিতে চাইলে স্বাগত, বলেছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তবে এবিষয় নিয়ে লক্ষ্মীরতন শুক্লার কোনও প্রতিক্রিয়া মেলেনি।