শ্বশুরবাড়িতে ঢুকতে ধর্না মহিলার, স্বামীকে সরিয়ে রাখার অভিযোগ

শ্বশুরবাড়িতে অধিকার ফিরে পেতে ধর্না দিয়েও সুরাহা পেলেন না পূত্রবধূ। রাজগঞ্জ ব্লকের আমবাড়ি পোস্ট অফিস মোড় সংলগ্ন কামারভিটা এলাকার ঘটনা। প্রাথমিকভাবে আমবাড়ি পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি।

লিখিত অভিযোগ অনুযায়ী জানা গিয়েছে, দীর্ঘ চার বছরের ভালোবাসার সম্পর্ক ছিল, এরপর মার্চ মাসের ২৭ তারিখে বিয়ে হয় তাদের। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকেরা পুত্রবধূ হিসেবে মেনে নেয়নি ওই মহিলাকে। ফলে তাকে বাড়ি ভাড়া নিয়ে আলাদা থাকতে হতো। সেখানে মাঝেমধ্যে আসতেন স্বামী। এভাবে চলার পর এমাসের ৫ তারিখ থেকে হঠাৎই তার স্বামী নিখোঁজ হয়ে যান।

মহিলার অভিযোগ, শ্বশুরবাড়ির লোকেরা ইচ্ছে করেই তার স্বামীকে অন্যত্র সরিয়ে রেখে ছেলেকে নিখোঁজ বলে দাবি করছেন। এরপর শ্বশুর বাড়িতে ঢুকতে ধর্নায় বসেন মহিলা। মঙ্গলবার এই বিষয়ে আমবাড়ি পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। বুধবার বিকেলে তাকে রিসিভ কপি দেওয়া হয়। অভিযুক্ত শ্বশুরবাড়ির লোকজনেরা এ বিষয়ে কোনো বক্তব্য দিতে চাননি। প্রাথমিকভাবে এখনও এই ঘটনায় কোনো সুরাহা করতে পারেনি পুলিশ।