সোনাজয়ী নীরজের সম্মানে ৭ অগাস্ট পালিত হবে ‘জ্যাভলিন থ্রো দিবস’

এ বার থেকে প্রতি বছর ৭ অগস্ট ‘জ্যাভলিন থ্রো দিবস’ হিসেবে পালন করা হবে। একই সঙ্গে সেই দিন জ্যাভলিন থ্রোয়ের প্রতিযোগিতাও আয়োজন করবে সংস্থা। এমনটাই জানালেন এএফআই-এর প্ল্যানিং কমিটির চেয়ারম্যান ললিত ভানোট। কারণ গত ৭ অগস্ট টোকিয়ো অলিম্পিক্সে সোনা জিতেছিলেন ভারতীয় সেনাবাহিনীর ২৩ বছরের এই জওয়ান।

অলিম্পিক্সে পদকজয়ীদের সম্মান জানাতে মঙ্গলবার একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল এএফআই। সেখানে নীরজ চোপড়াকে সম্মান জানাল অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া। নীরজকে পাশে বসিয়ে ললিত ভানোট বলেন, “৭ অগস্ট দিনটা ভারতের ক্রীড়া ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। কারণ সেই দিন আমাদের সবার প্রিয় নীরজ ইতিহাস গড়েছিল। তাই ওর সম্মানে ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের প্ল্যানিং কমিটি এই বিশেষ দিনকে স্মরণীয় করে রাখতে উদ্যোগী হল।