লক্ষ্মীর ভাণ্ডারে আবেদনের নামে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৪

লক্ষীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিলাপের নাম করে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৪ অভিযুক্ত। অভিযুক্তের মধ্যে একজন সিভিক ভলান্টিয়ার বলে খবর মিলছে। একদিকে যখন মুখ্যমন্ত্রী বলছেন, বিনামূল্যে ফরম পাওয়া যাবে, বাইরে থেকে কোনও ফর্ম নেওয়া যাবে না, সেখানে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদনের জন্য টাকা নেওয়ার অভিযোগ উঠল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে। এলাকার মহিলাদের কাছ থেকে ৫০-৬০ টাকা করে নেওয়া হত বলে অভিযোগ।

পরে আমবাড়ি এলাকা থেকে ওই ৪ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুয়ারে সরকার কর্মসূচির আগেই নেট থেকে লক্ষী ভান্ডার প্রকল্পের ফর্ম ডাউনলোড করে তা ফিলাপ করে দেওয়ার নাম করে টাকা আদায় করছিলো বলে অভিযোগ। অভিযুক্তদের আজ জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়েছে। ধৃতদের নাম, বাপি দে সরকার, বাপ্পা দে সরকার, শিখা দে সরকার ও বিশ্বজিত মহন্ত। এর পাশাপাশি কম্পিউটার, প্রিন্টার মেশিনও বাজেয়াপ্ত করা হয়েছে।