ওড়িশার পর এবার ঝাড়খণ্ড! দুটি মালগাড়ির সংঘর্ষে মৃত ৩

ওড়িশার পর এবার ঝাড়খণ্ড! দুটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে ২ লোকো পাইলট সহ ৩ জনের মৃত্যু! দুর্ঘটনায় পাঁচ রেল কর্মচারী এবং একজন সিআরপিএফ জওয়ানও আহত হয়েছেন।

এদিন সকালে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় দ্রুতগামী কয়লা বোঝাই মালগাড়ির সঙ্গে আরেকটি মালগাড়ির ভয়াবহ সংঘর্ষ ঘটে। একটি খালি পণ্যবাহী ট্রেন দাঁড়িয়ে ছিল, ঠিক সেই সময় লালমাটিয়া থেকে আসা কয়লা বোঝাই একটি দ্রুতগতির মালগাড়ি সেটিকে ধাক্কা দেয়।

সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে দুটি ট্রেনের ইঞ্জিনই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাৎক্ষণিকভাবে ত্রাণ ও উদ্ধার অভিযান শুরু হয়। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই রেল প্রশাসন এবং স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে। দুর্ঘটনার কারণে, এই রুটে ট্রেন চলাচল কয়েক ঘন্টার জন্য ব্যাহত হয়।

ঝাড়খণ্ডের এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও রেল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। তদন্তে উঠে আসবে ঠিক কী কারণে ঘটল ভয়াবহ এই দুর্ঘটনা। প্রাথমিক ভাবে মনে কর হচ্ছে সিগন্যালিং ব্যবস্থার গাফিলতির কারণেই ঘটে গিয়েছে এই মর্মান্তিক দুর্ঘটনা।

About The Author