Siliguri: পড়ুয়া বোঝাই চলন্ত স্কুল বাসের চাকা খুলে বিপত্তি

অন্যদিনের মতো এদিনও পড়ুয়াদের স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিল বাসটি। বাসে প্রায় ২০ জন পড়ুয়া ছিল। জলপাইমোড়ে আচমকা সেটির পেছনের ৪টি চাকাই খুলে যায়। চাকা ছাড়াই চলতে থাকে বাস।


শিলিগুড়ি: বাচ্চাদের নিয়ে স্কুলে যাচ্ছিল বাস, আর আচমকাই খুলে গেল চলন্ত গাড়ির চাকা। আজ সকালে ভয়ঙ্কর কাণ্ড ঘটল শহর শিলিগুড়িতে। স্কুলের গাড়িগুলোর যে ঠিক ভাবে রক্ষনা বেক্ষন হচ্ছে না, তার প্রমান মিলল আবার।

মঙ্গলবার সকালে জলপাইমোড়ে এমন ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। চালক কোনওরকমে বাসটিকে দাঁড় করান। গতি কম থাকায় পড়ুয়ারা কোনও রকমে রক্ষা পেয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যদিনের মতো এদিনও পড়ুয়াদের স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিল বাসটি। বাসে প্রায় ২০ জন পড়ুয়া ছিল। জলপাইমোড়ে আচমকা সেটির পেছনের ৪টি চাকাই খুলে যায়। চাকা ছাড়াই চলতে থাকে বাস। আতঙ্কে চিৎকার শুরু করে বাসে থাকা প্রায় কুড়ি জন ছাত্রছাত্রী। চালক বাসটিকে কোনওমতে দাঁড় করাতে সক্ষম হন। ঘটনাকে ঘিরে হইচই পড়ে যায় জলপাইমোড়ে। স্থানীয়রা পড়ুয়াদের উদ্ধার করেন। পুলিশও আসে ঘটনাস্থলে।

ঘটনার পর ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়দের পাশাপাশি একাংশ অভিভাবকও। তাঁদের বক্তব্য, গতি কম থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে ঠিকই। তবে বাসের ফিটনেস ঠিক না থাকা এবং রক্ষণাবেক্ষণ ঠিকঠাক না হওয়ার কারণেই এই দুর্ঘটনা বলে তাঁদের অনুমান। বাচ্চাদের জীবন এভাবে ঝুঁকির মুখে ফেলা নিয়েও তাঁরা অসন্তোষ প্রকাশ করেছেন। শিলিগুড়ি থানা এবং মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ঘটনার তদন্ত শুরু করেছে। বাসটিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। যদিও এবিষয়ে স্কুল কর্তৃপক্ষের কোনও বক্তব্য মেলেনি।

About The Author